মোনাস ১০ খাওয়ার নিয়ম - গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া কি নিরাপদ

মোনাস ১০ খাওয়ার নিয়ম

মোনাস ১০ খাওয়ার নিয়ম | মোনাস ১০ মি : গ্রা: খাওয়ার নিয়ম | মোনাস ১০ খাওয়ার ডোজ

মোনাস ১০ খাওয়ার নিয়ম: মোনাস ১০ ওষুধ অবশ্যই মাত্রা ও সেবন বিধি মেনে খাওয়া উচিত। এজন্য এ ব্যাপারে ভালোভাবে চিকিৎসকের কাছ থেকে জানবেন। আর যদি হঠাৎ ভুলে যান সে ক্ষেত্রে আপনি ওষুধের গায়ে লেখা নির্দেশনা পড়তে পারেন অথবা গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন।

আসুন প্রাপ্তবয়স্ক এবং কিশোর সেই সাথে শিশুদের জন্য মোনাস ১০ ওষুধ কতটুকু মাত্রায় সেবনের নির্দেশনা দিয়ে থাকেন চিকিৎসকরা সে ব্যাপারে জানি।

✓ প্রাপ্তবয়স্ক ও কিশোর, যাদের বয়স ১৫ বছর অথবা তার বেশি ( মোনাস ১০ খাওয়ার নিয়ম)
১০ মিলিগ্রাম মোনাস ট্যাবলেট ঔষধ খেতে হবে দৈনিক একটা। যাদের বয়স ১৫ বছরের বেশি অথবা ১৫ বছর।
✓ শিশু, যাদের বয়স ৬ বছর থেকে ১৪ বছর পর্যন্ত (মোনাস ১০ খাওয়ার নিয়ম)
মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার অর্ধেক খেতে পারবেন। কেননা, যাদের বয়স ৬ থেকে ১৪ তাদেরকে ৫ মিলিগ্রাম monas ট্যাবলেট ঔষধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
✓ শিশু , যাদের বয়স ৬ মাস থেকে পাঁচ বছর (মোনাস ১০ খাওয়ার নিয়ম)
এই বয়সে শিশুদের জন্য চিকিৎসকরা দৈনিক একবার ৪ মিলিগ্রাম monas ট্যাবলেট ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

আর হ্যাঁ, মোনাস ১০ ঔষধ টি মুখে সেবনযোগ্য। যেটা আপনি খাবার আগে অথবা পরে যে কোন সময় খেতে পারবেন। তবে আমরা বলব আপনার চিকিৎসক যদি খাওয়ার আগে খেতে বলেন তাহলে খাওয়ার আগে খাবেন, আর খাওয়ার পরবর্তী সময়ে খেতে বললে সেই নিয়ম অনুযায়ী নিয়মিত সেবন করবেন মোনাস ১০ ট্যাবলেট।

মোনাস ১০ ওষুধ খাওয়ার সময়কালীন করনীয় - মোনাস ১০ খাওয়ার নিয়ম

মোনাস ১০ ওষুধ যখন আপনি খাবেন সে সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাই এ পর্যায়ে আমরা সময়কালীন করণীয়র কথা উল্লেখ করছি।
  • ট্যাবলেটটি প্রতিদিন নিয়মিত এবং সময় মতো গ্রহণ করবেন
  • সাধারণত এই ওষুধ রাতে খেতে বলা হয়, যাদের হাঁপানির সমস্যা রয়েছে। তাই রাতে খাওয়ার অভ্যাস করবেন।
  • নিয়ম অনুযায়ী ভরা পেটে অথবা খালি পেটে খাবেন
  • যদি কখনো ভুলবশত ডোজ মিস হয়ে যায় তাহলে তা বাদ দেবেন
  • ঔষধ খাওয়াকালিন সময়ে ধূমপান বা অ্যালকোহল এড়িয়ে চলবেন
  • ঔষধ চিবিয়ে বা অন্য কোন প্রক্রিয়ায় খাবেন না বরং পানি দিয়ে গিলে খাবেন
  • পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করবেন আর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিবেন।

মোনাস ১০ কেন খায় - মোনাস ১০ ওষুধ খেতে ভুলে গেলে করনীয় - গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া কি নিরাপদ

অনেকেই ভুলবশত বা ব্যস্তময় জীবনের জন্য ঔষধ খেতে ভুলে যান। যদিও এটা কখনোই উচিত নয়। কেননা শারীরিক সুস্থতা পেতে হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ওষুধ সেবন করতে হবে।

তবে যদি কখনো মোনাস ১০ ওষুধ খেতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করনীয় কাজ কি হবে? অনেকেই হয়তো এমনটা ভাবতে পারেন যে দুইবারের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলবেন।

কিন্তু মোটেও এ কাজ করবেন না। যদি কখনো ডোজ মিস হয়ে যায় তাহলে সেটা বাদ দিয়ে দিবেন এবং আগের নিয়মে ওই একই সময়ে আপনার ডোজ ফলো করে ঔষধ খাবেন। চাইলে এ বিষয়ে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন।

গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া কি নিরাপদ

গর্ভাবস্থায় মনাস ১০ ট্যাবলেট ওষুধ খাওয়ার বিষয়ে সু নিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত করা হয়নি। যদি কখনো একান্ত প্রয়োজনীয় মনে হয় তাহলে গর্ভাবস্থার সময় মন্টিলুকাস্ট অর্থাৎ মোনাস ১০ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।

কিন্তু এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরী আর তাই চিকিৎসকরা ভেবেচিন্তে এটি খাবার পরামর্শ দেন। তাই কখনো ভুলেও নিজের মর্জি মাফিক এই ওষুধ অন্তত গর্ভাবস্থা কালীন সময়ে সেবন করবেন না।

FAQs: মোনাস ১০ ট্যাবলেট সম্পর্কে কিছু প্রশ্ন

মোনাস ১০ খাওয়ার আগে না পরে- গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া কি নিরাপদ?
মোনাস ১০ খাওয়ার আগে অথবা পরে যেকোনো সময় খাওয়া যায়। তবে এটা রাতে ভরা পেটে খাবার পরামর্শ অধীক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন।

মোনাস ১০ এর বিকল্প ঔষধ হিসেবে কোন ঔষধ সেবন করবেন?
বিকল্প ঔষধ হিসেবে আমরা শুধুমাত্র কয়েকটি মেডিসিনের নাম সাজেস্ট করছি। কিন্তু অবশ্যই মোনাস ১০ মিলিগ্রাম ট্যাবলেট এর বিকল্প হিসেবে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। উক্ত ঔষধ গুলোর নাম হলো –
Montika 10 (Eskayef)
Montair 10 (Incepta)
Monten 10 (Square)
Monkast 10 (ACI)
Montiva 10 (Radiant)

মোনাস ১০ খাওয়ার পূর্বে যে বিষয়ে সতর্ক থাকবেন?
Monas 10mg ট্যাবলেট খাওয়ার পূর্বে মনে রাখবেন–
চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ খাওয়া ঝুঁকিপূর্ণ। তাই পরামর্শ ছাড়া খাওয়া যাবেনা।
যদি চিকিৎসকরা আপনাকে আপনার বলা উপসর্গের উপর ভিত্তি করে কখনো এই মেডিসিন খাওয়ার পরামর্শ দেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন, যে আপনার লিভারের সমস্যা রয়েছে কিনা এবং চিকিৎসককে জানাবেন যে আপনি গর্ভবতী কিনা।

কেননা লিভারের সমস্যা থাকলে গর্ভবতী হলে এমন কি অ্যাজমা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে চিকিৎসকরা বেশ কিছু বিষয় ভেবে চিন্তে এই ঔষধ খাওয়ার পরামর্শ দিবেন আপনাকে। তাই তাদের কাছ থেকে কোন উপসর্গের কথা লুকানো ঠিক নয়।

মোনাস 10mg এর মাত্রাধিক্যতা?
এপর্যন্ত মোনাস 10mg এর মাত্রাধিক্যতা নিয়ে নির্দিষ্ট কোন তথ্য বা উপাত্ত পাওয়া যায়নি। তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই ওষুধ অতিমাত্রায় পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে ফেলে। যে কারণে কিছু উপসর্গ প্রকাশ পায়, যা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি।

মোনাস 10mg ট্যাবলেট ওষুধ সংরক্ষণ পদ্ধতি কি?
মোনাস 10mg ট্যাবলেট ওষুধ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে সব সময় আলো ও আদ্রতা থেকে দূরে রাখা এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা। তাপমাত্রা যেন মোটামুটি ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এর হয়ে থাকে। এ বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। পাশাপাশি অবশ্যই ছোট শিশুদের হাতের নাগালে রাখাও জরুরী।

মোনাস ১০মি.গ্রা কি এন্টিবায়োটিক?
না, এটি এন্টিবায়োটিক নয়; এটি লিউকোট্রায়েন রিসেপ্টর এন্টাগোনিস্ট।

সর্দির জন্য মোনাস 10?
সাধারণত শুধুমাত্র সর্দির সমস্যার জন্য মোনাস টেন ঔষধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। এটি প্রাপ্তবয়স্ক ও শিশুদের হাঁপানি প্রতিরোধ এবং এলার্জিক রাইনাইটিসের সমস্যা প্রতিরোধে সেবনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। আমি যদি সেবন বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে পড়ে থাকেন আশা করছি এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন।

শেষকথাঃ মোনাস ১০ খাওয়ার নিয়ম

ট্যাবলেট মেডিসিন আমাদের সুনির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতা নিরাময়ের জন্য কার্যকরী একটি ঔষধ। যেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করলে দ্রুত সুস্থতা লাভ করা সম্ভব। কেননা মোনাস 10mg এর কাজ কি, মোনাস ১০ খাওয়ার নিয়ম ও গর্ভাবস্থায় মোনাস ১০ খাওয়া কি নিরাপদ কি না তা আমরা জেনেছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি হেবি স্পিচ ব্লগারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url