মোনাস 10mg এর কাজ কি - মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত
খুবই পরিচিত একটি ট্যাবলেট ওষুধ মোনাস ১০, যা এমকি ল্যাবরেটরিজ লিমিটেড এর তৈরিকৃত একটি মেডিসিন। প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরী প্রত্যেকেরই সুনির্দিষ্ট কিছু সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ঔষধ।
মোনাস 10mg এর কাজ কি, মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত টাকা? মাঝেমধ্যেই এমন প্রশ্ন লিখে অনুসন্ধান করেন অনেকেই। এর মূল কারণ জানার আগ্রহ। তাই আজকের পোস্টে আমরা কথা বলব– মোনাস 10 এর কাজ কি, এটি খাওয়ার নিয়ম কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি এবং উপকারিতা সম্পর্কে খুঁটিনাটি।
উপস্থাপনা
শারীরিক অসুস্থতা একটা স্বাভাবিক ব্যাপার। কেননা আমরা যত যত্নের সাথেই নিজেদের জীবন অতিবাহিত করি না কেন, কখনো না কখনো ব্যাকটেরিয়া বা জীবাণুর সংস্পর্শের কারণে অসুস্থতা আমাদেরকে ঘিরে ধরবেই। এর জন্য প্রয়োজন সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ এবং সঠিক মেডিসিন সেবন।
এক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। কেননা তাদের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে আমরা দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবো ইনশাআল্লাহ। কিন্তু কখনো কখনো বিভিন্ন মেডিসিনের দাম জানার প্রয়োজন পড়ে আমাদের, যাতে করে নিকটস্থ ফার্মেসিতে গিয়ে আমরা সেই দামে কিনে ফেলতে পারি ঔষধ গুলো।
পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের মেডিসিন খাওয়ার পরামর্শ দিলেও কখনো কখনো আমাদের জানার আগ্রহ তৈরি হয়, যে এই ওষুধের আসল কার্যকারিতা বা উপকারিতা কি কি! এ কারণে মোনাস 10mg কি কি রোগের জন্য নির্দেশিত এবং এর দাম কত তা জানাবো। যাতে করে আপনি ঠকে না গিয়ে ন্যায্য মূল্যে কিনতে পারেন Monas 10mg ট্যাবলেট ঔষধ।
মোনাস 10mg এর কাজ কি - মোনাস ১০ এর কাজ কি?
মোনাস ১০মি.গ্রা (Monas 10mg) ট্যাবলেটটি মন্টেলুকাস্ট সোডিয়াম (Montelukast Sodium) নামক সক্রিয় উপাদানযুক্ত একটি ওষুধ, যা শ্বাসকষ্ট, হাঁপানি, এবং অ্যালার্জি সম্পর্কিত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাস-প্রশ্বাস সহজ করে এবং অ্যালার্জির লক্ষণগুলো উপশম করে।
এ কারণে মোনাস নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। যথা–
- অ্যাজমার আক্রমণ প্রতিরোধ এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসা
- এলার্জিক রাইনাইটিক এর উপসর্গ নিরাময়
- ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধ
- এছাড়াও চিকিৎসকরা রোগীর অন্যান্য আরো কিছু লক্ষণ দেখে সবকিছু মিলিয়ে সুস্থতা লাভের জন্য কখনো কখনো একটি নির্দিষ্ট মাত্রায় মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন।
মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত
আমাদের আজকের আলোচনার টপিক– মোনাস 10mg এর কাজ কি এবং মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত? তাই বিস্তারিত বর্ণনা করার আগে উল্লেখ করছি এই ট্যাবলেট ওষুধ কিনতে টোটাল কত টাকা খরচ পরবে!
মোনাস ১০ ট্যাবলেট এর ইউনিট প্রাইজ হলো–১৭.৫০ টাকা।
অতএব ১৭ টাকার উপরে।
আর মোনাস ১০ ট্যাবলেট এর স্ট্রিপ প্রাইস হচ্ছে ২৬২.৫০ টাকা। মানে আপনি যদি এক স্ট্রিপ অর্থাৎ একপাতা মেডিসিন কেনেন সে ক্ষেত্রে সর্বমোট ২৬২ টাকার মত খরচ পরবে।
আর যদি এক বক্স কিনেন, সেক্ষেত্রে ২×১৫= ৩০ টি ট্যাবলেট এর জন্য খরচ পরবে ৫২৫ টাকা মাত্র। এখন আসুন, এর কার্যকারিতা ,monas 10 মেডিসিনের উপকারিতা এবং ব্যবহারবিধির সম্পর্কে বিস্তারিত জানি।
মোনাস ১০ ট্যাবলেট কেন খাবেন - মোনাস 10mg এর কাজ কি
শারীরিক সুস্থতার আশায় আমরা সাধারণত ঔষধ খেয়ে থাকি। তাই যে সকল অডিয়েন্স বন্ধুরা মাঝেমধ্যে এমন কিছু কুয়েরি লিখে সার্চ করেন যে মোনাস ১০ ট্যাবলেট কেন খাবো? তাদেরকে বলব– আপনার অসুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিয়েছেন বিধায় মোনাস ১০ ট্যাবলেট আপনি খাবেন।
আর যদি চিকিৎসকের সাথে আলোচনা না করে আপনি আপনার কোন শারীরিক সমস্যা হচ্ছে বিধায় সেই সমস্যার সমাধানের জন্য কোন একটা ঔষধ গুগল থেকে অনুসন্ধান করে খেতে চাচ্ছেন, সে ক্ষেত্রে যদি জানতে চান মোনাস ১০ ট্যাবলেট কেন খাবেন– তাহলে এর উপকারিতার বিষয়টি আমরা বিস্তারিতভাবে বলছি।
তবে হ্যাঁ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন প্রকার ঔষধ সেবন করা উচিত নয়। কেননা এতে করে উপকারিতার চাইতে ক্ষতি হতে পারে আপনার শরীরের। তাই সতর্ক থাকুন এবং বিষয়টি সবসময় স্মরণে রাখুন।
5মোনাস ১০ ট্যাবলেট এর উপকারিতা
মোনাস ১০ ট্যাবলেট এর একাধিক উপকারিতা রয়েছে। বিশেষ করে তাদের জন্য যাদের অ্যালার্জি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা অনেকটা গুরুতর। কেননা এই ঔষধ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত সেবন করলে অ্যাজমার সমস্যার নিরাময় ঘটে:- বিশেষত মোনাস ১০ ট্যাবলেট দীর্ঘমেয়াদি ব্যবহারে এজমার আক্রমণের ঝুঁকি কমাতে সক্ষম অনেকাংশে।
- এলার্জি ও হাঁচি-কাশি দূর হয়:- কেননা মৌসুমী এলার্জি এবং বার্ষিক এলার্জি যেমন ধরুন নাক বন্ধ হয়ে যাওয়া, হাজি কাশি চুলকানি ও চোখের জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার সমাধান এনে দেয় এই ট্যাবলেট।
- অন্যান্য শ্বাসকষ্ট জনিত সমস্যা কমে:- ধুলাবালি, বিষাক্ত ধোঁয়া বা পরাগরেনুর কারণে যাদের শ্বাসকষ্ট হয় বা ব্যায়াম জনিত শ্বাসকষ্ট গুরুতর আকারে দেখা দেয় তাদের সেই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখে মোনাস ১০ ট্যাবলেট ঔষধ ।
- এখন জানুন মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, এই ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে সতর্কতা, মোনাস ১০ ট্যাবলেট এর সঠিক ডোজ এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন– কার্যকরী ঔষধ মোনাস ১০ ট্যাবলেট এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না!
মোনাস ১০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রত্যেকটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থেকে থাকে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সাধারণ আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকারে দেখা দেয়। যেটা পরবর্তীতে জটিল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
এ কারণে আমাদের মনে প্রশ্ন জাগে– মোনাস ১০ ট্যাবলেট এর উপকারিতা তো রয়েছে কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কি কি লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পেতে পারে, যদি তা নিয়মিত সেবন করি?
এ পর্যন্ত যারা যারা চিকিৎসকের পরামর্শ নিয়ে মোনাস ১০ ট্যাবলেট সেবন করেছেন তাদের মাঝে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে কখনো কখনো শারীরিক দুর্বলতা বা অন্য প্রাসঙ্গিক আরো কিছু কারণে সাধারণ কিছু লক্ষণ কিছু কিছু রোগির মাঝে দেখা গিয়েছে। এগুলো হলো–
- পেট ব্যথা
- মাথা ব্যথা
- ঘুমের সমস্যা
- বমি
- বমি বমি ভাব
- ডায়রিয়া
- ত্বকে ফুসকুড়ি বা চুলকানি।
ইতিমধ্যে চিকিৎসকরা মোনাস ১০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলোতে তিনটি ভাগে বিভক্ত করেছে। যেগুলোর মধ্যে কিছু লক্ষণ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কাজ করে, কিছু লক্ষণ অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কাজ করে আবার কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো একদমই বিরল এবং গুরুতর সমস্যার সৃষ্টি করে।
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া:- মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার ফলে উক্ত ব্যক্তির মাঝে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ হিসেবে ডায়রিয়া, পরিপাকতন্ত্রের অস্বস্তি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি এই ধরনের উপসর্গ দেখা দেয়। যেগুলোর কথা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি।
অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া:- মোনাস ১০ ট্যাবলেট সেবনের ফলে উক্ত ব্যক্তির মাঝে অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় কখনো কখনো। যেমন–
- স্নায়বিক যন্ত্রণা
- পেশীর বেদনা
- অতিরিক্ত দুর্বলতা
- অতিরিক্ত দুশ্চিন্তা
- অস্বাভাবিক আচরণ
- অতিমাত্রায় হতাশা
- মুখ শুষ্কতা ও তন্দ্রাচ্ছন্নতা
- অতিমাত্রায় মাথা ঘোরা
- বিরক্তিভাব এবং অসুস্থতা বোধ
- রক্তক্ষরণ বা খিচুনি
- ঘুমের সমস্যা এবং অস্বাভাবিক অনুভূতি
- পাশাপাশি মাংসপেশীর অসম্ভব বেদনা।
এই লক্ষণ গুলো দেখা দিলে দেরি না করে দ্রুততর চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিরল পার্শ্ব প্রতিক্রিয়া:- মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার ফলে খুবই অল্প পরিমাণে যে লক্ষণগুলো প্রকাশ পায় এ পর্যায়ে আমরা সেগুলো সংযুক্ত করছি। যদি কখনো এমন সমস্যার সম্মুখীন হন তাহলে এক মুহূর্ত দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরী। কেননা এটি আপনার জীবনে খুবই বাজেভাবে প্রভাব বিস্তার করতে পারে। উক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ গুলো হলো —
- মনোযোগহীনতা
- শরীরে ফ্যাকাশে ভাব প্রকাশ
- এনজিওডিমা
- হ্যালোসিনেশন
- লিভারের সমস্যা
- স্মৃতিশক্তি লোপ পাওয়া
- বুক অতিরিক্ত ধরফর করা
- আত্মহত্যার প্রবণতা দেখা দেওয়া
- হঠাৎই শারীরিক কম্পন
ইউওসিনোফেলিয়া প্রকাশ অথবা ইরিথেমা নোডাসাম। (এগুলো ডাক্তারি ল্যাঙ্গুয়েজ, যেগুলো আপনি google করলে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো পাঠক বন্ধুরা, যেহেতু মোনাস ১০ ট্যাবলেট এর বিভিন্ন কার্যকারিতা বা উপকারিতার পাশাপাশি রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা।
এজন্য আসুন মনাস 10 ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানি। তাই আলোচনার এ পর্যায়ে আমরা মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার সময় সতর্কতা হিসেবে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং মেনে চলতে হবে তা উল্লেখ করছি।
মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার সময় সতর্কতা
মোনাস ১০ খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। কেননা কিছু কিছু সমস্যা থাকলে চিকিৎসকরা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দেন না। এ কারণে যদি আপনার মাঝে উল্লেখিত সমস্যাগুলো থেকে থাকে তাহলে মোনাস টেন খাওয়া থেকে বিরত থাকবেন। সেগুলো হলো –
- এলার্জি– মন্টেলুকাস্ট বা এর কোন উপাদানে যদি আপনার অ্যালার্জিজনিত সমস্যা থাকে তবে মোনাস ১০ ঔষধ গ্রহণ করা উচিত নয়, এজন্য অবশ্যই শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলার সময় চিকিৎসককে আপনার প্রত্যেকটি সমস্যার কথা বলবেন ও সতর্ক থাকবেন।
- লিভার সমস্যা– যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে মোনাস ১০ ট্যাবলেট ওষুধ মাত্রা অনুযায়ী খাওয়া উচিত। তাই পরামর্শ ছাড়া অবশ্যই ঔষধ সেবন করবেন না। মনে রাখবেন এটা শুধুমাত্র মোনাস ১০ ট্যাবেট ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং যে কোন ঔষধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই সতর্ক থাকুন এবং বিষয়টি মেনে চলুন।
- মানসিক সমস্যা– আপনি যদি ইতোমধ্যে মোনাস ১০ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই মনে থাকবে এই ওষুধ অতিমাত্রায় সেবনের ফলে মেজাজে কিছু পরিবর্তন আসে, যেমন হতাশা বা আত্মঘাতী চিন্তা। তাই সতর্ক থাকুন এবং মানসিক সমস্যা থাকলে এই ঔষধ সেবন এড়িয়ে চলুন।
- ঔষধের মিথস্ক্রিয়া– কখনো কখনো ঔষধের মিথস্ক্রিয়ার কারণে গুরুতর সমস্যা দেখা দেয়। তাই মোনাস ১০ খাওয়ার পাশাপাশি অন্য কোন মেডিসিন নেওয়া যাবে কিনা এ ব্যাপারে চিকিৎসকের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন ও সতর্ক থাকবেন. কেননা কিছু ঔষধ রয়েছে যেগুলো মোনাস টেন ঔষধের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জটিল পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে শরীরে।
- এর পাশাপাশি সতর্কতা হিসেবে আরো যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো হলো –
- সব সময় এই ঔষধ শিশুদের হাতের নাগালের বাহিরে রাখবেন। পাশাপাশি শিশুদেরকে যদি চিকিৎসক কখনো খাবার পরামর্শ দেন তাহলে অবশ্যই ডোজ এর বিষয়ে ভালোভাবে জেনে তবে আপনার বাচ্চাকে দেবেন। কেননা বয়স অনুযায়ী ডোজ এর ভিন্নতা থেকে থাকে।
- গর্ভবতী ও স্তন্যদান কারী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অতঃপর মোনাস ১০ ট্যাবলেট সেবনের সিদ্ধান্ত নিবেন। মনে রাখবেন এ সময় এক্সট্রা সতর্ক থাকা অতীব জরুরী।
শেষকথাঃ মোনাস 10mg এর কাজ কি
তো বন্ধুরা, এই ছিল মোনাস 10mg এর কাজ ও মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।
আপনি হেবি স্পিচ ব্লগারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url