হোম অটোমেশন কিভাবে জীবনকে সহজ করে - হোম অটোমেশন কি?
হোম অটোমেশন এর ধারণা নতুন নয়। আগে একজন মানুষ আমাদের বাসা বাড়ির কাজে সাহায্য
করতো এখন সেই কাজ গুলো যন্ত্র বা রোবট করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর
জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে হোম অটোমেশন সিস্টেমে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
তাই আজকে আমরা হোম অটোমেশন কিভাবে জীবনকে সহজ করে , হোম অটোমেশন কি এই সম্পর্কে
জানবো। চলুন হোম অটোমেশন সিস্টেম সম্পর্কে জেনে নেওয়া যাক ।
পেজ সূচিপত্র:
- হোম অটোমেশন কি
- হোম অটোমেশন এর কাজ কি
- হোম অটোমেশন এর ধারণা
- হোম অটোমেশন জীবনকে কিভাবে সহজ করছে?
- স্মার্ট হোম কেন প্রয়োজন
- স্মার্ট হোম ডিভাইসসমূহ
- লেখক এর শেষ বক্তব্য:
হোম অটোমেশন কি?
হোম অটোমেশন কি? জানার আগে আমাদের অটোমেশন কি? জানতে হবে। হার্ডওয়ার ডিভাইস,
ইন্টারনেট, সফটওয়্যার ও মেধার সমন্বয়ে তৈরি একটি সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে
নিয়ন্ত্রিত হয় তাকে অটোমেশন সিস্টেম বলে। বাড়িতে যখন অটোমেশন সিস্টেম ব্যবহার
করা হয় তখন তাকে হোম অটোমেশন বলে। বাড়ির পাশাপাশি কারখানা, অফিস, লাইব্রেরি,
স্কুলসহ বিভিন্ন জায়গায় অটোমেশন সিস্টেম ব্যবহার করা যায়।
হোম অটোমেশন এর কাজ কি?
বাড়ির বিভিন্ন কাজ অটোমেশন সিস্টেমের সাহায্যে নিয়ন্ত্রণ করাকে হোম অটোমেশন
বলে। হোম অটোমেশন আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলেছে। স্মার্ট ফোন,
ট্যাব, ল্যাপটপ বা বিভিন্ন ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে হোম অটোমেশনের সিস্টেম
পরিচালনা করা হয়। হোম অটোমেশন এর কাজ কি? এই সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা
নেই।
হোম অটোমেশন এর কাজ কি- নিচে তুলে ধরা হলো:
- জীবনটা আরোও সহজ, আরামদায়ক ও নিরাপদ করে তোলা।
- তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
- বিদ্যুৎ অপচয় রোধ করা
- পানি অপচয় রোধ করা
- স্মার্ট সুচিং
- সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ
- ইন্টারকম
- হাউজ এলার্ম
- বাসাবাড়ি পর্যবেক্ষণ
- অজাচিত অনুপ্রবেশ রোধকরণ।
হোম অটোমেশন এর ধারণা:
প্রাচীনকাল থেকেই মানুষ চেষ্টা করে আসছে তাদের বসত স্থানকে আরো নিরাপদ, আরাম
দায়ক করে তোলার। হোম অটোমেশন এর ধারণা এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। হোম
অটোমেশনে বাড়ির সব ডিভাইস গুলোকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের সাথে যুক্ত করা
হয়, যাতে ব্যবহারকারী যে কোন স্থান থেকে বাড়ির বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে
পারেন।
হোম অটোমেশন সিস্টেমে ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে
ডিভাইস গুলোকে ভয়েস কন্ট্রোলার, স্মার্টফোন বা বিভিন্ন ডিভাইস দিয়ে কন্ট্রোল
করা হয়।
হোম অটোমেশন জীবনকে কিভাবে সহজ করছে?
হোম অটোমেশন জীবনকে কিভাবে সহজ করছে সেটি আমরা সুবিধা সমূহ গুলো জানলেই বুঝতে
পারবো। অনেক সময় অনাকাঙ্খিত ভাবে বাড়িতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে
ঘটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ
করতে হোম অটোমেশন আমাদের সাহায্য করে।
যেমন বাইরে যদি আগুন লাগার শঙ্কা থাকে তাহলে আমরা সহজে হোম অটোমেশনের সাহায্যে
তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো। আবার বাড়ির লাইট ফ্যান চালু রেখে কোথাও চলে
গেলে যে কোন স্থান থেকে লাইট ফ্যান অফ করতে পারব। হোম অটোমেশন জীবনকে যেভাবে সহজ
করছে তা নিচে তুলে ধরা হলো:
১. তাপমাত্রা নিয়ন্ত্রণ
প্রচন্ড গরমের দিন বাড়িতে আসার আগেই যদি বাড়ির আবহাওয়া ঠান্ডা করা যায় তাহলে
বাড়িতে এসে অনেক আরাম বোধ হবে। হোম অটোমেশনের সাহায্যে যেকোন স্থান থেকে যেকোনো
মুহূর্তে বাড়িতে এসি বা ফ্যান অন করে আপনি ঘর ঠান্ডা করতে পারবেন। আবার শীতের
সময় যে কোন স্থান থেকে এসি বা হিটারের মাধ্যমে ঘর গরম করতে পারবেন।
২. বিদ্যুৎ অপচয় রোধ
মোশন ডিটেক্টর সেন্সর আমার ঘরে বাড়িতে কেউ আছে কি নেই এটি পর্যালোচনা করা যায়।
অনেক সময় ফ্যান ,লাইট বা অন্যান্য মেশিন অন রেখে আমরা বাড়ি ত্যাগ করি। মোশন
ডিরেক্টর সেন্সর যখন বুঝতে পারে বাড়িতে কেউ নেই, তখন অটোমেটিক ফ্যান লাইট বা
অন্য মেশিন বন্ধ করে দেয়। যার ফলে বিদ্যুৎ অপচয় রোধ হয়।
৩. পানি অপচয় রোধ
পানির অপচয় খুবই বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে হোম অটোমেশন আমাদের
সাহায্য করছে। অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার বাড়িতে পানির অতিরিক্ত অপচয়
রোধ করে। এটি টাংকিতে পানের উপস্থিতি এবং ওভারফ্লো নিয়ন্ত্রণ করে পানির সঠিক
ব্যবহার নিশ্চিত করে।
৪. স্মার্ট সুচিং
ফোনে একটি সফটওয়্যার ব্যবহার করে যদি বাড়ির সব যন্ত্রপাতির সুইচ অফ করা যেত
তাহলে কতই না ভালো হতো। হোম অটোমেশন এর কারণে এটি এখন বাস্তবে সম্ভব হচ্ছে। আপনি
এই পৃথিবী যেকোন স্থান থেকে ওয়ারলেস স্মার্ট সুচিং ব্যবহার করে ফ্যান লাইট বা যে
কোনো যন্ত্রপাতির সুইচ অফ করতে পারবেন।
৫. সুরক্ষা ব্যবস্থা
স্মার্ট ডোর লক সিস্টেম এর কারনে বাড়ির সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা সম্ভব
হয়েছে। এখন আর তালা চাবির ঝামেলা নেই। স্মার্ট ডোর লক সিস্টেম ব্যবহার করে সহজেই
বাড়ির দরজা লক অথবা আনলক করা যায়। অনেক সময় ছোট বাচ্চারা রুমের ভিতর থেকে দরজা
লাগিয়ে দেয় ,আগে এটি খুবই চিন্তার বিষয় ছিল কিন্তু এখন হোম অটোমোশনের কারণে এই
দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া গেছে।
৬. ইন্টারকম
যেকোনো জায়গায় থেকে বাড়ির তথ্য জানার উপায় হচ্ছে ইন্টারকম। আপনি পৃথিবীর
যেকোন স্থান থেকে স্মার্টফোন অথবা কন্ট্রোলার টাস্কিন ব্যবহার করে বাড়ির যে কোন
রুম বা বাড়ির আশেপাশে পর্যবেক্ষণ করতে পারবে। বাড়িতে থাকা সত্ত্বেও বাচ্চারা
ফোন না ধরলে তাদের অবস্থান আপনি দেখতে পারবেন, আপনার বাড়িটা কোনো অতিথি আসলো
কিনা ,আপনার বাড়ি ঘরের সামনে কেও অপেক্ষা করছে কিনা সব কিছুই আপনি ইন্টারকম এর
মাধ্যমে জানতে পারবেন।
৭. হাউজ এলার্ম
হাউজ আলমের মাধ্যমে ছোট বড় যে কোন বিপদ রক্ষা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একটি
ভবনে আগুন ধরার মতো পরিস্থিতি সৃষ্টি হলে বা পানির পাইপ লিকেজ হলে ভবন মালিকের
কাছে হাউজ আলাম এর মাধ্যমে একটি এলার্ম প্রেরিত হয়। যার ফলে ভবন মালিক সতর্ক
হয়ে নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। বর্তমান দুনিয়ায় হাউজ এলার্ম
খুবই গুরুত্বপূর্ণ।
৮. বাসাবাড়ি পর্যবেক্ষণ
বর্তমানে অধিকাংশ মানুষ চাকরিজীবী। বাবা মা চাকুরীজীবী হলে সন্তান বেশিরভাগ সময়
বাড়িতে একা থাকে। একলা বাড়িতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব কিছুর উপর নজর
রাখা যায়। হঠাৎ কেও বাড়িতে প্রবেশ করলে এ সম্পর্কে তথ্য বাড়ি মালিকের কাছে হোম
অটোমেশনের মাধ্যমে চলে যায়। হোম অটোমেশন এর মাধ্যমে এখন সহজে বাসা বাড়ি
পর্যবেক্ষণ করা যায়।
৯. অজাচিত অনুপ্রবেশ রোধকরণ
বাড়িতে কারো অজাচিত অনুপ্রবেশ রোধকরণ এজন্য বর্তমানে মশান ডিটেকশন সেন্সর,
স্মার্ট ডোর লকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। অযাচিতভাবে বাড়ি তে কেও প্রবেশ
করলে এ সম্পর্কে তথ্য বাড়ির মালিকের কাছে অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে চলে
যায়। যার ফলে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা কমে আসে।
স্মার্ট হোম কেন প্রয়োজন:
জীবন যাত্রাকে সহজ, আরামদায়ক, সাশ্রয়ী এবং আরও নিরাপদ করে তোলার জন্য স্মার্ট
হোম প্রয়োজন। স্মার্ট হোম এর প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। একটি স্মার্ট
হোমে অনেক সুযোগ-সুবিধা থাকে। স্মার্ট হোমে পৃথিবীর যেকোন স্থান থেকে বাড়ির সব
কিছু নিয়ন্ত্রণ করা যায়।
স্মার্ট হোমে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। যেমন:
- তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
- বিদ্যুৎ অপচয় রোধ করা
- পানি অপচয় রোধ করা
- স্মার্ট সুচিং
- সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ
- ইন্টারকম
- হাউজ এলার্ম
- বাসাবাড়ি পর্যবেক্ষণ
- অজাচিত অনুপ্রবেশ রোধকরণ।
এ সফল সুযোগ-সুবিধা ভোগ করার জন্যই স্মার্ট হোম প্রয়োজন।
স্মার্ট হোম ডিভাইস সমূহ:
হোম কে স্মার্ট করার জন্য প্রয়োজন স্মার্ট ডিভাইস। যেই ডিভাইস গুলো ব্যবহার করলে
আপনার হোম হয়ে উঠবে স্মার্ট সেইগুলো হলো:
স্মার্ট থার্মোস্ট্যাট (Smart thermostat):
Nest Thermostat, Ecobee
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট (Smart home assistant):
Amazon Echo (Alexa), Google Nest (Google Assistant), Apple HomePod (Siri)
স্মার্ট লাইটিং (Smart lighting):
Philips Hue, TP-Link Kasa, LIFX
স্মার্ট ইরিগেশন (Smart irrigation):
Rachio Smart Sprinkler
স্মার্ট অ্যাপ্লায়েন্স (Smart Appliances):
স্মার্ট রেফ্রিজারেটর, ওভেন, ওয়াশিং মেশিন (LG, Samsung, Bosch এর স্মার্ট
মডেল)।
স্মার্ট সিকিউরিটি সিস্টেম:
Ring Video Doorbell, Arlo Cameras, SimpliSafe
স্মার্ট প্লাগ ও পাওয়ার স্ট্রিপ:
Wemo Smart Plug, TP-Link Kasa Smart Plug
স্মার্ট লক ও ডোর কন্ট্রোল সিস্টেম:
August Smart Lock, Yale Assure Lock
স্মার্ট হোম হাব:
Samsung SmartThings Hub, Amazon Echo Plus
স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনার:
iRobot Roomba, Ecovacs Deebot
হোম অটোমেশন সম্পর্কে FAQs
১) প্রশ্ন: হোম অটোমেশন ও স্মার্ট হোম এর মধ্যে পার্থক্য কি?
উত্তর: হোম অটোমেশন হলো বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার এর মাধ্যমে আপনি যখন আপনার ঘরের প্রত্যেকটি সরঞ্জাম নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। স্মার্ট হোম হলো স্মার্ট ডিভাইস এর সাহায্যে একটি ঘরের সব সরঞ্জাম নিয়ন্ত্রণ করা।
২) প্রশ্ন: কোন ভয়েস কন্ট্রোলার সবচেয়ে জনপ্রিয়?
উত্তর: Google Assistant, Amazon Alexa, Apple Siri ভয়েস কন্ট্রোলার গুলো সবচেয়ে জনপ্রিয়।
৩) প্রশ্ন: হোম অটোমেশন সিস্টেম কতটা নিরাপদ?
উত্তর: হোম অটোমেশন সিস্টেম কতটা নিরাপদ এইটা নির্ভর করে আপনার ব্যবহৃত ডিভাইস গুলো কত উন্নত এবং নিরাপদ ।
লেখক এর শেষ বক্তব্য:
এই আর্টিকেলে হোম অটোমেশন কি, হোম অটোমেশন কিভাবে জীবনকে সহজ করে, এগুলো আলোচনা করা হয়েছে। বর্তমানে হোম অটোমেশন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারও হোম অটোমেশন সম্পর্কে জানা উচিত।
আপনি হেবি স্পিচ ব্লগারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url