মেথি খেলে কি হয় - মেথির উপকারিতা ও অপকারিতা

মেথি, নাম যেমন সুন্দর কাজ গুলোও তেমন সুন্দর। অনেক গুণে গুণান্বিত এই মেথি। মেথির সুগন্ধ অনেক কড়া যা আমাদের মোহিত করে।
মেথি আমাদের দৈনন্দিন জীবনে অনেক রোগের সমাধান করে। তাই মেথির ব্যাবহার সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আজকে আমরা মেথির উপকারিতা ও অপকারিতা-মেথি খেলে কি হয়? এই সম্পর্কে জানবো।

মেথি কি?

মেথির বৈজ্ঞানিক নাম Trigonella foenum-graecum । মেথি একটি বর্ষজীবী মৌসুমী উদ্ভিদ। মানুষ শাক হিসেবে মেথির পাতা খায়। ইউনানী, কবিরাজী ও লোকজ চিকিৎসায় মেথি ব্যবহার করা হয়। মেথি থেকে ষ্টেরয়েডের তৈরি হয় তাই মেথি পাঁচ ফোড়নের একটি উপাদান।

মেথির স্ত্রী ও পুরুষ ফুল হয়। একবার মাত্র ফুল ও ফল হয়। মেথির ৩ টি পাতা একসাথে জন্মায় এবং ফুলেও ৩ টি পাপড়ি থাকে। মেথির বীজ চারকোনা হয় যা বাদামি-হলুদ বর্ণের। সাধারণত হলুদ ও সাদা রংয়ের মেথি হয়।

মেথির উপকারিতা:

ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় মেথি পাওয়া যায়, যা একটি ভেষজ ওষুধ। রান্নার কাজে বা ঘরোয়া প্রতিকার হিসেবে অনেকে মেথি ব্যবহার করে। মেথিতে রয়েছে ভিটামিন এ ,থিয়ামিন, ফলিক এসিড, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি৬ এবং সি ।

মেথির বিভিন্ন উপকারিতা আছে। মেথির উপকারিতা নিম্নরূপ:
কোলেস্টেরলের মাত্রা কমাতে ও হজমের সমস্যা কমাতে সহযোগিতা করে:
পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং তলপেটে প্রদাহ ইত্যাদি থেকে মেথি আমাদের রক্ষা করে। রক্তে এলডিএল কোলেস্টেরল কমাতে এবং শরীরে এইচডিএল বৃদ্ধি করতে মেথি সাহায্য করে।
রোগ প্রতিরোধক:
শরীরের চর্বি এবং ফোলা কমানোর জন্য চিকিৎসকরা মেথি খাওয়ার পরামর্শ দেন। মেথি শক্তি ভেঙে দেয় যার ফলে ফোলা কমে যায়।
ক্যান্সার প্রতিরোধ করে:
মেথির মধ্যে কিছু ফাইবার থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। মেথি কোলোন ক্যানসার হওয়া থেকে রক্ষা করে কারণ সাপোলিন এবং মুসিজ খাবারে বিষাক্ত পদার্থকে একত্র করে শরীর থেকে টক্সিন হিসেবে বের করে দেয় মেথি।
খাবার খাওয়ার রুচি বৃদ্ধি করে:
মেথি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বদহজম দূর করে যা ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে খাবার খাওয়ার রুচি বৃদ্ধি পায়।
ওজন কমাতে সাহায্য করে:
মেথি লিপিড এবং গ্লুকোজ বিপাককে উন্নত করে যা ওজন কমাতে সাহায্য করে। আবার মেথি ফ্যাট বার্ন করে যার ফলে ওজন কমে।
মাতৃত্বকালীন সময়ে মাতৃ দুধ প্রবাহ বৃদ্ধি করে:
মেথি শাকে রয়েছে ফাইটোইস্ট্রোজেন ।ফাইটোইস্ট্রোজেন স্তন্যপ্রদানকারী মায়েদের মধ্যে দুধ উৎপাদন বৃদ্ধি করে। মেথি গ্যালাক্টাগোগ হিসাবে কাজ করে, তাই এটি মায়েদের দুধ প্রবাহ বৃদ্ধি করতে সক্ষম।
পুরুষদের কামশক্তি বৃদ্ধি করে:
পুরুষদের হার্নিয়া, স্বপ্নদোষ ইত্যাদি রোগের চিকিৎসা মেথি করে। টেস্টোস্টেরনের স্তর ইবং যৌন উত্তেজক বৃদ্ধি করতে মেথি সাহায্য করে।
নিয়মিত পিরিয়ড :
মাসিক চক্রের সমস্যা সমাধান ও ঋতুস্রাবের ব্যথা কমানোর জন্য মেথি খুবই উপকারী একটা জিনিস। মেথিতে ডায়োসজেনিন নামক পদার্থ রয়েছে যা ইস্ট্রোজেনের মতই কাজ করে এবং স্ট্রেস, মাথা ঘোরা এবং ঘুমের অভাব ইত্যাদি মেনোপজের লক্ষণ এর সমাধান করে।
হার্ট এ্যাটাক এর ঝুঁকি কমায়:
মেথির বীজে ২৫% গ্যালাক্ট‌োম্যানান
অর্থাৎ প্রাকৃতিক দ্রবণীয় ফাইবার রয়েছে । যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহযোগিতা করে।

মেথির অপকারিতা:

এতক্ষণ আপনি মেথির উপকারিতা জানলেন, তাই এখন মেথির অপকারিতা জানা আবশ্যক। মেথি সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত মূল্যবান হলেও মেথির অতিরিক্ত এবং অপব্যবহার করা উচিৎ নয়। তাই মেথির অপকারিতা সমূহ নিচে তুলে ধরা হলো:
  1. মেথিতে রয়েছে টেরাটোজেনিক সম্ভাবনা। তাই বেশি পরিমাণ মেথি খেলে জন্মদানে দোষ সৃষ্টি হতে পারে।
  2. জরায়ুর উদ্দীপক হিসেবে মেথি পরিচিত। তাই বেশি পরিমাণ মেথি খেলে এটি গর্ভাশয়ে সংকোচনের কারণ হতে পারে এবং প্রসব বেদনার উপর প্রভাব ফেলতে পারে।
  3. আপনি যদি অতিরিক্ত মেথি খান তাহলে আপনার পেট ব্যাথা, গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হতে পারে।
  4. যেকোনো ওষুধ গ্রহণের ২ ঘন্টা আগে বা পরে মেথি খাওয়া উচিত নাহলে হিতে বিপরীত হতে পারে।

পুরুষের জন্য মেথির উপকারিতা:

মেথি একটি ভেষজ ওষুধ। মেথিতে রয়েছে ভিটামিন এ ,থিয়ামিন, ফলিক এসিড, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি৬ এবং সি। তাই পুরুষের জন্য মেথির উপকারিতা অনেক। পুরুষের জন্য মেথির উপকারিতা নিম্নরূপ:
পুরুষদের কামশক্তি বৃদ্ধি করে:
পুরুষদের হার্নিয়া, স্বপ্নদোষ ইত্যাদি রোগের চিকিৎসা মেথি করে। টেস্টোস্টেরনের স্তর ইবং যৌন উত্তেজক বৃদ্ধি করতে মেথি সাহায্য করে।
হার্ট এ্যাটাক এর ঝুঁকি কমায়:
মেথির বীজে ২৫% গ্যালাক্ট‌োম্যানান
অর্থাৎ প্রাকৃতিক দ্রবণীয় ফাইবার রয়েছে । যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহযোগিতা করে।
কোলেস্টেরলের মাত্রা কমাতে ও হজমের সমস্যা কমাতে সহযোগিতা করে:
পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং তলপেটে প্রদাহ ইত্যাদি থেকে মেথি আমাদের রক্ষা করে। রক্তে এলডিএল কোলেস্টেরল কমাতে এবং শরীরে এইচডিএল বৃদ্ধি করতে মেথি সাহায্য করে।
রোগ প্রতিরোধক:
শরীরের চর্বি এবং ফোলা কমানোর জন্য চিকিৎসকরা মেথি খাওয়ার পরামর্শ দেন। মেথি শক্তি ভেঙে দেয় যার ফলে ফোলা কমে যায়।
ক্যান্সার প্রতিরোধ করে:
মেথির মধ্যে কিছু ফাইবার থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। মেথি কোলোন ক্যানসার হওয়া থেকে রক্ষা করে কারণ সাপোলিন এবং মুসিজ খাবারে বিষাক্ত পদার্থকে একত্র করে শরীর থেকে টক্সিন হিসেবে বের করে দেয় মেথি।

মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা :

মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা উভয়ই রয়েছে।

মেথি খাওয়ার উপকারিতা:

  1. মেথি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করে।
  2. মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
  3. ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে।
  4. মেথি হজম শক্তি বৃদ্ধি করে।
  5. কোষ্ঠকাঠিন্য নিরাময়ে মেথি কাজ করে।
  6. মেথি ফাইবার যুক্তি এটি খেলে অনেক্ষন পেট ভরা থাকে।
  7. মেথি ওজন কমাতে সাহায্য করে।
  8. মেথি কোলোস্ট্রোল নিয়ন্ত্রণ করে ।
  9. হৃদ রোগের ঝুঁকি কমায়।
  10. যাদের পিরিয়ডের অনিয়ম রয়েছে তাদের পিরিয়ডের অনিয়ম দূর করে মেথি।
  11. হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
  12. মেথি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণের উপদ্রব কমায়।
  13. চুল পড়া কমাতে সাহায্য করে।

মেথি খাওয়ার অপকারিতা:

  1. মেথি হজমে সমস্যা সৃষ্টি করে কারণ মিথিতে উচ্চমাত্রার ফাইবার আছে।
  2. মেথি রক্তে সুগার বা রক্তচাপ কমিয়ে আমাদের দেহের ক্ষতি করতে পারে।
  3. অতিরিক্ত মেথি খেলে এলার্জি বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
  4. শিশুদের অতিরিক্ত মেথি খাওয়ানো উচিত নয় এরফলে তাদের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
  5. কিছু কিছু ওষুধের সাথে মিশ্রিত হয়ে মেথি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

মেথি চিবিয়ে খাওয়ার উপকারিতা:

মেথি চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। মেথি চিবিয়ে খাওয়ার উপকারিতা অনেক। এর ফলে অনেক রোগের সমাধান হয়। চলুন মেথি চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:
  1. মেথি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করে।
  2. মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
  3. ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে।
  4. মেথি হজম শক্তি বৃদ্ধি করে।
  5. কোষ্ঠকাঠিন্য নিরাময়ে মেথি কাজ করে।
  6. মেথি ফাইবার যুক্তি এটি খেলে অনেক্ষন পেট ভরা থাকে।
  7. মেথি ওজন কমাতে সাহায্য করে।
  8. মেথি কোলোস্ট্রোল নিয়ন্ত্রণ করে ।
  9. হৃদ রোগের ঝুঁকি কমায়।
  10. যাদের পিরিয়ডের অনিয়ম রয়েছে তাদের পিরিয়ডের অনিয়ম দূর করে মেথি।
  11. হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
  12. মেথি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণের উপদ্রব কমায়।
  13. চুল পড়া কমাতে সাহায্য করে।

মেথির পার্শ্বপ্রতিক্রিয়া:

মেথি ভালো জিনিস বলে এর পার্শ্ব প্রতিক্রিয়া এমনটি নয়। মেথির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই সাবধানে খেতে বা ব্যাবহার করতে হবে। মেথির পার্শ্বপ্রতিক্রিয়া নিম্নরূপ:
  1. মেথিতে রয়েছে টেরাটোজেনিক সম্ভাবনা। তাই বেশি পরিমাণ মেথি খেলে জন্মদানে দোষ সৃষ্টি হতে পারে।
  2. জরায়ুর উদ্দীপক হিসেবে মেথি পরিচিত। তাই বেশি পরিমাণ মেথি খেলে এটি গর্ভাশয়ে সংকোচনের কারণ হতে পারে এবং প্রসব বেদনার উপর প্রভাব ফেলতে পারে।
  3. আপনি যদি অতিরিক্ত মেথি খান তাহলে আপনার পেট ব্যাথা, গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হতে পারে।
  4. যেকোনো ওষুধ গ্রহণের ২ ঘন্টা আগে বা পরে মেথি খাওয়া উচিত নাহলে হিতে বিপরীত হতে পারে।
  5. মেথি খেলে কারো কারো এলার্জির সমস্যা দেখা দিতে পারে। যেমন: গলায় চুলকানি।

মেথির ক্ষতিকর দিক:

মেথি একধরনের স্বাস্থ্যকর ভেষজ ওষুধ।আপনি যদি ভেবে থাকেন যে ইচ্ছামত মেথি খাবেন বা ব্যবহার করবেন তাহলে এখনি আপনার মনোভাব পরিবর্তন করুন । কারণ: তবে মেথির ক্ষতিকর দিক রয়েছে। চলুন মেথির ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নেওয়া যাক:
  1. মেথি হজমে সমস্যা সৃষ্টি করে কারণ মিথিতে উচ্চমাত্রার ফাইবার আছে।
  2. মেথি রক্তে সুগার বা রক্তচাপ কমিয়ে আমাদের দেহের ক্ষতি করতে পারে।
  3. অতিরিক্ত মেথি খেলে এলার্জি বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
  4. শিশুদের অতিরিক্ত মেথি খাওয়ানো উচিত নয় এরফলে তাদের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
  5. কিছু কিছু ওষুধের সাথে মিশ্রিত হয়ে মেথি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

মেয়েদের জন্য মেথির উপকারিতা:

মেয়েদের জন্য মেথির উপকারিতা অনেক। মেথিতে বিভিন্ন উপকারী উপাদান রয়েছে যা মেয়েদের জন্য উপকারী। নারী দেহের বিভিন্ন সমস্যার সমাধান মেথি করতে পারে। নিচে মেয়েদের জন্য মেথির উপকারিতা তুলে ধরা হলো:
  1. মেথি মাসিক চক্র নিয়মিত রাখতে সাহায্য করে, কারণ মেথি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে।
  2. বিভিন্ন হরমোন জনিত সমস্যা যেমন: POCS নিয়ন্ত্রণে মেথি সাহায্য করে ।
  3. মেথি রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং মেথিতে রয়েছে আন্টি ইনফ্লেমেটরি উপাদান যা মাসিকের সময় ব্যাথা কমায়।
  4. মেথি বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করে কারণ মেথি প্রোল্যাকটিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি করতে সাহায্য করে।
  5. মেথি চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
  6. মেনোপজের সময় নারীদের যে সমস্যা গুলো হয় ওইগুলো উপশম করতে মেথি সাহায্য করে।
  7. মেথি ডিম্বাশয় এর কার্যকারিতা বৃদ্ধি করে এবং সন্তান ধারণের সম্ভাবনা বৃদ্ধি করে।

পুরুষের জন্য মেথির অপকারিতা:

মেথি উপকারী তবে দীর্ঘ সময়ের জন্য মেথি খাওয়া বা ব্যবহার করা উচিৎ নয়। অনেক ক্ষেত্রে মেথি ব্যবহার করলে বা খেলে পুরুষ উপকৃত হো তবে পুরুষের জন্য মেথির অপকারিতা রয়েছে। যেই সম্পর্কে জানা অত্যান্ত প্রয়োজনীয়। চলুন পুরুষের জন্য মেথির অপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:
  1. দীর্ঘদিন মেথি ব্যবহার করলে পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে।
  2. দীর্ঘদিন মেথি ব্যবহার করলে পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন কমে যেয়ে পুরুষত্ব কমে যেতে পারে।
  3. অতিরিক্ত পরিমাণ মেথি খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে।

মেথি খেলে কি হয়?

মেথি এক ধরনের ভেষজ ওষুধ। মেথি খেলে অনেক উপকারিতা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। মেথি খেলে কি হয় এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো:
মেথি খাওয়ার উপকারিতা:
  • মেথি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করে।
  • মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে।
  • মেথি হজম শক্তি বৃদ্ধি করে।
  • কোষ্ঠকাঠিন্য নিরাময়ে মেথি কাজ করে।
  • মেথি ফাইবার যুক্তি এটি খেলে অনেক্ষন পেট ভরা থাকে।
  • মেথি ওজন কমাতে সাহায্য করে।
  • মেথি কোলোস্ট্রোল নিয়ন্ত্রণ করে ।
  • হৃদ রোগের ঝুঁকি কমায়।
  • যাদের পিরিয়ডের অনিয়ম রয়েছে তাদের পিরিয়ডের অনিয়ম দূর করে মেথি।
  • হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
  • মেথি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণের উপদ্রব কমায়।
  • চুল পড়া কমাতে সাহায্য করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি হেবি স্পিচ ব্লগারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url