বিপিএল ২০২৫ সময়সূচি ও দল - বিপিএল প্রাইজমানি ২০২৫
বাংলাদেশের শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ হচ্ছে বিপিএল। ২০২৪ সাল শেষের পথে তাই ২০২৫ সালের বিপিএল নিয়ে মানুষের মাথাব্যথা চরম। বিপিএল ২০২৫ সময়সূচি ও দল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিপিএলের মূল আকর্ষণ বিপিএল প্রাইজমানি।
তাই এখন আমরা বিপিএল প্রাইজমানি ২০২৫ সম্পর্কে জানবো। একই সাথে বিপিএল ২০২৫ সময়সূচি ও দল সম্পর্কে আলোচনা করবো। ২০২৫ সাল সন্নিকটে, আর কিছুদিন পরে ই বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট লিগ শুরু হয়ে যাবে।
বিপিএল কত তারিখে শুরু হবে ২০২৫
ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট সম্পর্কে সব সময় ঘাটাঘাটি করে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বর্তমানে মূল আকর্ষণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল। কয়েকদিন আগেও বিপিএল কত তারিখে শুরু হবে এই নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। কারণ দেশের পরিস্থিতি বর্তমানে খুব একটা হাতের নাগালে নেই। তাই ২০২৫ সালের বিপিএল নিয়ে ছিল আশঙ্কা।
সরকার চেঞ্জ হওয়ার কারণে পূর্বের ক্রিকেট বোর্ডের সভাপতি পরিবর্তন হয়েছে। বর্তমানে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বিপিএল কত তারিখে শুরু হবে ২০২৫? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সবাই বিভোর হয়েছিল। রিসেন্টলি ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এর দেওয়া বক্তব্য অনুযায়ী ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত বিপিএল।
২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ / বিপিএল ২০২৫। বাংলাদেশের সর্ববৃহৎ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট লিগ হচ্ছে বিপিএল।
বিপিএল ২০২৫ সময়সূচি ও দল
কয়েকবছর আগে বিপিএল এর পূর্ণ রূপ ছিলো বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ। তবে বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার সাথে দেশের অনেক কিছু চেঞ্জ হয়েছে। ক্রিকেট প্রদেশ সভাপতি পরিবর্তন হয়ে বর্তমানে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। ২০১২ সালে প্রথম বিপিএল শুরু হয়। সর্বপ্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বিপিএল এর আয়োজন করে।
বিপিএল ২০২৫ সময়সূচি ও দল:
সম্পর্কিত পরিপূর্ণ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখ থেকে বিপিএল শুরু হবে। বিপিএল এর তারিখ জানা গেলেও বিপিএলে মোট কতটি ম্যাচ হবে, কোথায় কোথায় খেলা হবে, কখন, কোনদিন খেলা হবে এইসব জানা যায়নি।
বিপিএল ২০২৫ সময়সূচি ও দল সম্পর্কিত চূড়ান্ত তথ্য ২০২৪ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত হবে। তারপর জানা যাবে কোন দলের কবে, কোথায় এবং কখন খেলা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত বিপিএল এর চূড়ান্ত সময়সূচি প্রকাশ হবে ততক্ষণ আমাদের আপনাদের অপেক্ষা করতে হবে।
বিপিএল ২০২৫ মোট দলের সংখ্যা
প্রতিবছরই নির্দিষ্ট সংখ্যক দল বিপিএল এ অংশগ্রহণ করে। তবে এবার সরকার পরিবর্তন হওয়ার কারণে হয়তো কিছুটা পরিবর্তন দেখা যাবে। তাই বিপিএল ২০২৫ মোট দলের সংখ্যা জানতে অনেকেই আগ্রহী।
এইবার বিপিএল এর আসরে মোট ৭ টি দল অংশগ্রহণ করবে। প্রতিবছর আলাদা আলাদা ভাবে বিপিএল এর প্রতিটি দলকে সাজানো হয়। তবে এইবার দল সাজানোর ক্ষেত্রে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। বিপিএল এর দল গুলো সাজানোর ক্ষেত্রে ভিন্নতা অবলম্বন করার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সৌন্দর্যমন্ডিত করা।
অর্থাৎ বিপিএল ২০২৫ মোট দলের সংখ্যা ৭ টি। আশা করা হচ্ছে যে এই বারের বিপিএল এর আয়োজন সম্পূর্ণ ভিন্ন রকম হবে। দেখা যায় কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে।
বিপিএল ২০২৫ মোট দলের নাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এ এবার মোট ৭ টি দল অংশগ্রহণ করছে। বিপিএল ২০২৫ মোট দলের নাম নিচে উল্লেখ করা হলো:
- দুর্বার রাজশাহী
- ঢাকা নয়াবস
- ফরচুন বরিশাল
- রংপুর রাইডার্স
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- খুলনা টাইগার্স
- সিলেট স্ট্রাইকার্স
এবারের ফ্রাঞ্চাইস গুলোতে সরকার পরিবর্তন হওয়ার কারণে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সূত্র মতে এবারের বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না। ২০২৫ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নাম পরিবর্তন করা হবে অথবা দুর্বার রাজশাহী দলের অন্তর্ভুক্ত করা হবে।
কোন ভেন্যুতে বিপিএল ২০২৫ হবে?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ বিপিএল সিজন ১১ নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএলের আয়োজন করে। বিপিএল রাউন্ড রবিন এবং প্লে অফ ধরনের খেলা।
বাংলাদেশের ৩ টি জায়গায় বিপিএল এর ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম,সিলেট এর স্টেডিয়াম গুলোতে বিপিএল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এ বিপিএল অনুষ্ঠিত হবে, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বিশ হাজার মানুষ।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়াম বিপিএল এর একটি ভেন্যু। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা ২৬ হাজার মানুষ। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়াম বিপিএল এর আরেকটি ভেন্যু। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৮৫০০ মানুষ। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন ভেন্যুতে বিপিএল ২০২৫ হবে।
বিপিএল প্রাইজমানি ২০২৫
বিপিএল এর মূল্য আকর্ষণ বিপিএল প্রাইজমানি। বিপিএল চ্যাম্পিয়ন দলকে মোটা অংকের প্রাইজ মানি দিয়ে থাকে বিসিবি। রানার আপের জন্য থাকে পুরস্কার।
বিপিএল প্রাইজমানি ২০২৫ এখনো নির্ধারণ করা হয়নি। বিপিএল খেলা শুরু হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বিপিএল প্রাইজমানি ২০২৫ নির্ধারণ করবে। তবে আশা করা যাচ্ছে গত বছরগুলোর মত এবারেও বিপিএল প্রাইজমানি থাকবে 2 কোটি টাকা। রাবার আপ পাবে ১ কোটি টাকার মতো। মৌসুমের সেরা খেলোয়াড় প্রায় ১০ লাখ টাকা পেতে পারে।
ক্রিকেট ও সিনেমার মিলবন্ধন - এবারের বিপিএল এ শাকিব খান
বিপিএল এর ১১তম আসর টি অন্য সব আসর গুলো থেকে আলাদা হয়ে থাকবে। কারণ এবারের বিপিএলে ক্রিকেট ও সিনেমার মিলবন্ধন হতে চলেছে। এবারের বিপিএল এ শাকিব খান থাকছেন। বিষয়টা বুঝিয়ে বলছি। বিপিএলের সাতটি দলের মধ্যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি দলটি কিনেছে রিমার্ক হারলান প্রতিষ্ঠান, যার মালিকানায় আছেন শাকিব খান।
একদিকে নতুন সিনেমার ব্যস্ততা অন্যদিকে বিপিএলে ক্রিকেট দল কিনা, দুই মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের উজ্জ্বল তারকা শাকিব খান। ঢাকা ক্যাপিটালস দল কেনার পর শাকিব খানের কিছু বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ক্রিকেট নিয়ে তিনি অনেক আশাবাদী। তিনি বলেছেন:
"খুব আনন্দের লড়াই হবে, খুব মিষ্টি দুষ্টু লড়াই হবে।"
ভারতের আইপিএলে কলকাতার ফ্রাঞ্চাইজি কিনে শাহরুখ খান যেমন ক্রিকেটপ্রেমীদের লাইম লাইটে থাকেন, ঠিক তেমনি ঢাকার ফ্রাঞ্চাইজি কিনে ক্রিকেটপ্রেমীদের লাইম লাইটে আসলেন শাকিব খান। আশা করা যায় শাকিব খানের এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
বাংলাদেশে বিপিএল খেলা জনপ্রিয় কেন?
বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে খুবই জনপ্রিয়। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশে বিপিএল খেলা জনপ্রিয় কেন? বিভিন্ন কারণে বাংলাদেশে বিপিএল খেলা জনপ্রিয়। আইপিএল ফরমেটে বাংলাদেশে বিপিএল খেলা অনুষ্ঠিত হয়।
ক্রিকেট, ক্রিকেট প্লেয়ার দের জন্য বাংলাদেশ বহির্বিশ্বে খুবই জনপ্রিয়। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর অভাব নেই। বিপিএলে ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়। যা ক্রিকেট প্রেমীদের, নতুন ক্রিকেটারদের জন্য এক ধরনের আশীর্বাদস্বরূপ। বিপিএলের কারণে অনেক তরুণ ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পায়। এজন্য বিভিন্ন অঞ্চলের মানুষরা নিজেদের ক্রিকেট প্লেয়ার কে নিয়ে অনেক আগ্রহী থাকে।
বিপিএল অনেক বিদেশী প্রিয়ার অংশগ্রহণ করে। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিদেশী ক্রিকেট প্লেয়ারদের অনেক বড় ফ্যান। তাই বিপিএল এ যখন বিদেশি ক্রিকেটাররা অংশগ্রহণ করে তখন বিপিএল এর জনপ্রিয়তা থাকে তুঙ্গে।
এছাড়াও বিপিএল কে কেন্দ্র করে বিভিন্ন বিনোদন মূলক কর্মকাণ্ড ঘটে। যা মানুষের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। এজন্যই বাংলাদেশের বিপিএল খেলা জনপ্রিয়।
(FAQs): বিপিএল ২০২৫ খেলা দেখার ওয়েবসাইট
প্রশ্নঃ সেরা বিপিএল ২০২৫ খেলা দেখার ওয়েবসাইট কোনটি?
উত্তরঃ সেরা বিপিএল ২০২৫ খেলা দেখার ওয়েবসাইট হলো Hotstar. এছাড়াও আরো কিছু সেরা বিপিএল ২৫ খেলা দেখার ওয়েবসাইট গুলো হলো Rabbithole, Gtv Live CricHUB, IP Sports, EA Sports Cricket.
প্রশ্নঃ সেরা বিপিএল ২০২৫ খেলা দেখার মোবাইল অ্যাপস কোনটি?
উত্তরঃ সেরা বিপিএল ২০২৫ খেলা দেখার মোবাইল অ্যাপস হলো CricFy Tv. CricFy TV APK (v4.4) Latest Version For Android 2024
প্রশ্নঃ বিপিএল প্রতিবছর অনুষ্ঠিত হয়, কি এবং কোথায় হয়?
উত্তরঃ হ্যাঁ বিপিএল প্রতিবছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ BPL 2025 কত তম আসর?
উত্তরঃ BPL 2025 ১১ তম আসর বা বিপিএল ২০২৫ একাদশ আসর।
প্রশ্নঃ বাংলাদেশে বিপিএল খেলা জনপ্রিয় কেন?
উত্তরঃ প্রথম বাংলাদেশে বিপিএল শুরু হয়, ২০১২ সালের আইপিএল ফরম্যাট কে অনুসরণ করে। ২০১২ সালে অনেক দর্শকপ্রিয়তা এবং দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠার কারণে এবং দেশি-বিদেশি নামি দামি খেলোয়ারদের বিপিএল এ খেলার কারণে বিপিএল জনপ্রিয়।
লেখকের শেষ বক্তব্য
বর্তমানে যেমন শীতের মৌসুম তেমন এই মৌসুমে বিরাজ করছে বিপিএলের গন্ধ। বিপিএলে খেলা দেখার আগে অবশ্যই বিপিএল ২০২৫ সময়সূচি ও দল সম্পর্কে জেনে উচিৎ। তাই এই পোস্টে বিপিএল বিপিএল ২০২৫ সময়সূচি ও দল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নতুন কি কি চমক আসছে, কিভাবে, কোথায়, কখন বিপিএল খেলা অনুষ্ঠিত হবে এসব না জানলে আপনি বিপিএল খেলা দেখবেন কিভাবে।
বিপিএল নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। নতুন নতুন ক্রিকেট খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টা করে বিপিএলে ভালো খেলার জন্য। এর ওপর তার ক্যারিয়ার নির্ভর করে। বিপিএল প্রাইজমানি ২০২৫ সম্পর্কে আপনি নিজেও জানুন এবং আর্টিকেলটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন।
আপনি হেবি স্পিচ ব্লগারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url